বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, গাজীপুর -এ ০৭.০০ একর জমির উপর ক্লাউড কম্পিউটিং ও জি-ক্লাউড প্রযুক্তিতে ডাটা সেন্টারটি গড়ে তোলা হয়েছে। এটি বিশ্বের ৭ম বৃহত্তম ডাটা সেন্টার যার ডাউন টাইম শূন্যের কোঠায় এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক Uptime Institute থেকে Tier Certification of Operational Sustainability সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে টিয়ার ফোর (Tier-IV) গোল্ড ফল্ট টলারেন্ট ডাটা সেন্টার হিসেবে ডাটা সেন্টারটি প্রতিষ্ঠা লাভ করেছে। এই ডাটা সেন্টার হতে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড ডেক্সটপ, ক্লাউড স্টোরেজ, ডাটা স্টোরেজ ও ব্যাকআপ, ডাটা সিকিউরিটি ও কো-লোকেশন সার্ভিস প্রদান করা হচ্ছে । ৯৯.৯৯৫% আপটাইম বিশিষ্ট এই ডাটা সেন্টার হতে ২৪×৭ সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দ্বারা পরিচালিত হচ্ছে। ডাটা সেন্টারটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর, ২০১৯ তারিখে “বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)” শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাবটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়। গত ১৬ সেপ্টেম্বর, ২০২০ তারিখে “বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)” শীর্ষক কোম্পানির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডাটা সেন্টারের কারিগরি বৈশিষ্ট্যসমূহ:
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)- এর মালিকানাধীন ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারের কারিগরি বৈশিষ্ট্যসমূহ:
১) আপটাইম ৯৯.৯৯৫%
২) যুক্তরাষ্ট্র ভিত্তিক Uptime Institute কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত
৩) যুক্তরাজ্য ভিত্তিক Data Center Dynamics সংস্থা কর্তৃক “Data Center Construction Team of the Year” ক্যাটাগরিতে এশিয়া প্যাসিফিক “DCD-APAC Award 2019” পুরস্কার প্রাপ্ত
৪) রিডান্ডেন্সী: 2N+1
৫) ২৪x৭ সার্ভিস সুবিধা
৬) ক্লাউড সার্ভিস সুবিধা
৭) কো-লোকেশন সার্ভিস সুবিধা
৮) ২ লক্ষ বর্গফুট আয়তনের ডাটা সেন্টার
৯) ৪টি কেজ হল: প্রতিটি প্রায় ২০০০ বর্গমিটার আয়তনের
১০) 42U, 2000*1200*600mm স্পেস বিশিষ্ট 4KW ও 10 KW ক্ষমতা সম্পন্ন সর্বমোট ৬০৪টি র্যাক স্পেস
১১) সর্বাধুনিক প্রযুক্তির Fire Fighting সিস্টেম
১২) ক্লাউড সেবা প্রদান করার জন্য ১৫২টি র্যাক সমৃদ্ধ মডুলার ডাটা সেন্টার
১৩) দক্ষ কারিগরি জনবলের মাধ্যমে Managed Service এর সুবিধা
১৪) সর্বোচ্চ ৪০ জিবিপিএস ক্ষমতা বিশিষ্ট উচ্চ গতির ইন্টারনেট ও ডাটা কানেক্তিভিটির সুবিধা
১৫) ২ পেটাবাইট ক্লাউড স্টোরেজ যা ২০০ পেটাবাইট পর্যন্ত সম্প্রসারণ যোগ্য
১৬) ৭৪৪টি ফিজিক্যাল সার্ভার
১৭) বহুস্তর বিশিষ্ট নেটওয়ার্ক প্রতিরক্ষা ব্যবস্থা
১৮) সর্বমোট ৮টি উচ্চক্ষমতার (প্রতিটি ২.৫ MVA ক্ষমতা সম্পন্ন) জেনেরেটর
১৯) সর্বমোট ৪৬৬টি CCTV সহ সার্বক্ষণিক মনিটরিং সিস্টেম
২০) ৬টি ২০০০ KVA ও ২টি ২৫০০ KVA ক্ষমতার ট্রান্সফর্মার
২১) ৩৩/১১ KV এর ১০.৫ MVA ক্ষমতা সম্পন্ন ২টি সাবস্টেশন