Wellcome to National Portal
Bangladesh Data Center Company Limited (BDCCL) নিরাপদ তথ্য সেবার প্রত্যয়
Text size A A A
Color C C C C

Last updated: 7th February 2023

Message from Managing Director

জোহরা বেগম
ব্যবস্থাপনা পরিচালক, বিডিসিসিএল ও যুগ্মসচিব (বাজেট ও নিরীক্ষা অনুবিভাগ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ।

 

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা -দারিদ্রতামুক্ত, সুখী -সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুণনির্মাণের হাতিয়ার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব প্রদান করেছিলেন। জাতির পিতার এ উন্নয়ন দর্শন বাস্তবায়নে তাঁর যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ইতোমধ্যেই বাস্তবে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে, এর উন্নয়নে এবং চতুর্থ শিল্প বিপ্লবের এ সন্ধিক্ষণে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি সময়োপযোগী আইসিটি ব্যবস্থা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা ও আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ -এর যথাযথ দিকনির্দেশনায় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) নিরন্তর কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তি বিষয়ক মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশ-এ চার স্তম্ভের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জনাব জুনাইদ আহ্‌মেদ পলক, এম.পি.-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) “নিরাপদ তথ্য সেবা” -এর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।

০২। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার “রূপকল্প-২০২১: ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের তথ্য উপাত্ত নিরাপদে সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন গুণগত মানসম্পন্ন ই-সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা দেশে একটি ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার নির্মাণের নির্দেশনা প্রদান করেন। যার ফলে বিশ্বের ৭ম বৃহত্তম ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান Uptime Institute বিশ্বব্যাপী ডাটা সেন্টার স্থাপন ও পরিচালনা পদ্ধতি পরীক্ষার মাধ্যমে সনদ প্রদান করে। তারা আমাদের এই ডাটা সেন্টারটির ধারণ ক্ষমতা, ডিজাইন, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও অন্যান্য গুণগত মান পরীক্ষা করে “Tier IV Certification of Design Documents” এবং “Tier IV Certification of Constructed Facility” সনদ প্রদান করেছে। উল্লেখ্য, Uptime Institute কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারটি গত ১৭ সেপ্টেম্বর তারিখে যুক্তরাজ্য ভিত্তিক২০১৯ প্রতিষ্ঠান Data Center Dynamics কর্তৃক “Data Center Construction Team of the Year” ক্যাটাগরিতে এশিয়া প্যাসিফিক “DCD-APAC Award 2019” অর্জন করেছে। ডাটা সেন্টারের ক্লাউড সার্ভিস হতে গ্রাহককে ভার্চুয়্যাল মেশিন তৈরী করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হয়; যার মাধ্যমে গ্রাহক যে কোন স্থান থেকে লগ-ইন করে সুরক্ষিত উপায়ে সেবা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে গ্রাহকের কোন হার্ডওয়্যার/সফ্টওয়্যার ক্রয় বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না, শুধু ইন্টারনেট বা ইন্ট্রানেট ব্যবহার করে গ্রাহক নিশ্চিন্তে ই-সেবা গ্রহণ করতে পারে। ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারে বিশ্বমানের Oracle Cloud স্থাপন করা হচ্ছে যা থেকে সকল মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা সমূহকে G-Cloud সেবা প্রদান করা হবে। এ ক্ষেত্রে দেশের ডাটা দেশেই থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত অন্য কারো Access থাকবে না। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ Oracle এর সার্ভিস বাবদ প্রতি বছর প্রায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার হতে যদি Oracle Cloud সেবা গ্রহণ করা হয় তাহলে এ বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হতে পারে। এছাড়া সরকারের সকল প্রতিষ্ঠানের ডাটা সুরক্ষিত রাখার জন্য G-Cloud ব্যবহার করা প্রয়োজন। BDCCL Academia এবং Industrial Colaboration এর মাধ্যমে বর্তমানে আমাদের দেশীয় জনবল এর মাধ্যমে “মেঘনা ক্লাউড” তৈরি করা হচ্ছে। এটি হবে দেশে তৈরিকৃত প্রথম ক্লাউড। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবে ডাটা সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

০৩। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) এর প্রত্যক্ষ সম্পৃক্ততায় ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। পরিশেষে সকলের প্রতি রইল আন্তরিক ভালবাসা ও অসংখ্য ধন্যবাদ।

জোহরা বেগম

ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)