সেবা প্রদান পদ্ধতি:
১। প্রথমে গ্রাহকের চাহিদা গ্রহণ।
২। চাহিদা অনুযায়ী ডাটা সেন্টারের সক্ষমতা নিরুপণ।
৩। গ্রাহক ও BDCCL প্রতিনিধি পর্যালোচনা করে চাহিদা ও সেবামূল্য চূড়ান্তকরণ।
৪। Service Agreement সম্পাদন।
৫। Service Agreement অনুযায়ী সেবা প্রদান ও সেবামূল্য আদায়।
বি.দ্র. অর্থ বিভাগ "ডাটা সংরক্ষণ ব্যয়" (Data Storage Expenses) শিরোনামে একটি অর্থনৈতিক কোড (কোড নং- ৩২৫৭৩০৬) খুলেছে যা সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা তাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য ব্যবহার করতে পারবেন।
যোগাযোগ:
জনাব দোলা সাহা
সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং), বিডিসিসিএল